শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

দুর্গাদাস মিদ্যা-র কবিতা


 নতুনের ডাক 

       শুধু শুধু মন ভারী করা ভালো নয়

      এতে শরীর মন দুই অস্থির হয়। 

        ভাঙ্গা প্রাচীর সেও অস্থির পায়চারি করে

        ভাবে কেউ যদি এসে পড়ে এই ভাঙ্গা ঘরে

       আদর করে বসাবে কোথায়

 

     আলুথালু ধানের চারা

   কখন দেবে সাড়া  জলের ছোঁয়ায়

  সে কথা কীভাবে বোঝা যায় এই নগ্ন হাওয়ায়। 

 

সন্ধ্যা দীপের আলো কে জ্বালালো

       এই আঁধার ঘরে এমন করে

       কোন সে আশায় কে জানে

       তবে কি মন ছুটছে এখন নতুন কিছুর সন্ধানে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন