শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

প্রণব বসুরায়-এর কবিতা


নীল জামা

ভাবি, মাসেই আর একটু ওপরে উঠি

মাসেই খানিক দূরে কাছে সরে যাই--

গাভীর মতোন খোলা থাকে ঝাপসা দু'চোখ

আর নড়বড়ে সাঁকোটা একান্তে দাঁড়ানো...

প্রিয় নীল জামাটার কলার ফেটেছে

তুমি তাও সাফ-সুতরো করে গুছিয়ে রেখেছো

নীল ফুলে অকপট সমর্পণ শেষে

আতর ছিটিয়ে দাও প্রাচীন পোশাকে


বুকের বোতামগুলি স্মৃতিভ্রংশে আছে

রিক্সা-গলির ছায়াপথে হেঁটে যাই সাঁতার কাটার মতো

কফি শপ--মুচকি হেসেছে


প্রিয় সে পোশাকের নাম 'মধুরা-নন্দিত'

আর

ঠিক মাসেই খানিক দূরে কাছে সরে যাওয়া...


আকাশ রেখেছি দ্যাখো, মুঠোর ভিতর 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন