শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

শ্রীমহাদেব-এর কবিতা


 পাখি

পাখি উড়ছে,

অন্ধকার থেকে আলোর পথে

উড়ছেবাতিদান থেকে বিচ্ছুরিত আলো 

খসে পড়ছে ডানার উপরে

উড়ছে ,পাখি উড়ছে


থামবে না তার স্বপ্নের উড়ান

জলে অথবা অন্তরীক্ষে

বিষাক্ত বাতাস আলো শুষে নিলে 

ঘুম কেড়ে নিলে জেগে থাকবে চোখ


অসময়ে পাখির ঘুম ভাঙিয়ে দিলে

শক্ত সুচারু ঠোঁটে অন্ধকার ফালা ফালা করে

উড়িয়ে আনবে লাল নিশান

যা সমস্ত দেবতাদের মন্দিরের শীর্ষ চূড়ায় শোভা পাবে। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন