সিংহ গর্জন করছে
সিংহ গর্জন করছে শুধু
আমরা নিজের ভেতরে নিজেই লুকিয়ে আছি।
হাত বাড়াচ্ছি না
গলা খাঁকারি দিচ্ছি না
যদিও ভয় পাচ্ছি, উদ্ধারের আবেদন জানাচ্ছি না।
এখন দিন না রাত?
সূর্য উঠছে না মেঘলা?
কিছুই বোঝা যাচ্ছে না—
ঘাড়ের কাছে নিঃশ্বাস পড়ছে কার?
চেঁচিয়ে জিজ্ঞেস করতে পারছি না
সে আমার আপনজন কিনা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন