শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

কৌশিক সেন-এর কবিতা


মৃন্ময়ী

কিজানি কতদূর সবুজের গ্রাম

মাটির দোতলাবাড়ি ঠিক কতদূর

মাধুকরী মালিনীর মতো হরিনাম

পাতানো পথেরা বুঝি ডাকে তৃষাতুর।

 

আটচালা ঘেরা সুখ ছায়ামন্দির

লাজুক সুখের ঘরে কীর্তনগান

রাতজাগা চোখ জ্বলে মায়াসন্ধির

দুটি চোখতো নয়, নব জলযান।

 

পাপড়ি খুলছে মেঘ খঞ্জনী ভোরে

স্নান সেরে হাতে তোলা রসকলি সাজ

পাটভাঙা গাঁটছরা পায়ে পায়ে ঘোরে

সকালের মিঠে আলো রাখে আন্দাজ।

 

বহুদূর গ্রাম থেকে ঘন্টার ধ্বনি

পাকুড়ের ছায়াতেই মেলে ধরা পথ

দেবতার আশ্রয় পাবেকি এখনই

মাটির প্রতিমা ছুঁয়ে ছড়াবে শপথ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন