বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

প্রত্যূষা সরকার-এর কবিতা

অর্ধনির্মিত

হাত ছিঁড়ে আসছে
অসাড় সংসার।
সমস্ত উদাসীন শৌখিন অনুপ্রাস 
কিংবা চ্যাটচ্যাটে ঠাকুরদালান
পর্দা সরিয়ে ফেলছে দ্রুত

নৈঃসঙ্গ প্রতিটি মানুষের ধারণার বাইরে,
প্রত্যেকেরই নিজেকে "একা" বলে দাবি করার 
আচরণগত মধ্যবিত্ত উপমা মাত্র 

আলমারির অধিকাংশ কোণে জমাট বাঁধা বশীকরণ মন্ত্র
এখনও একটা লিঙ্গকে দুগ্ধপোষ্য "মেয়েছেলে" বানিয়ে রেখেছে!

পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেওয়ার পর
যে পুরুষ এখনও নিজেকে মানুষ বলেন
তার জন্য বড় আফশোষ হয়!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন