বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

সুবীর সরকার-এর কবিতা


 প্রলাপ

প্লিজ,আমাকে একটা ডাকনাম দিন
নইলে হাটে হাড়ি ভেঙে দেব
জমিয়ে দেব খিস্তিখেউরের উৎসব
আমাদের কোন স্বজন নেই
শিখে নিচ্ছি জলের স্বেচ্ছাচার
বেড়ালের গায়ে বিকেলের 
                                    রোদ
টিকটিকি ছুঁড়ে দিচ্ছি।
মরা মাছ ছুঁড়ে দিচ্ছি।
কুয়োর নিচে সাজিয়ে রাখা বালতির মত
                                            এই জীবন
মৃত্যুর আহ্লাদ মাখি।
অন্ধ সজারুকে শোনাতে থাকি প্রলাপের মত
                                                কিছু একটা।

1 টি মন্তব্য: