বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

বিজ্ঞান 

কোনও আকর্ষণ নেই, তা বলে কি মৃত!
চুপিসারে কেউ গাছের দিকে দেখছেনা, বুঝছেনা 
এই দুর্দিনে এই যা আক্ষেপ...

স্রোতে গা ভাসানো বিবেচনাধীন নয় তাই 
আবার নিউটনে ফিরে যাই 

সূত্র আসলে বাঁচার রসদ 
সূত্র নিছকই অন্তহীন পথ 

1 টি মন্তব্য: