শ্লীলতাহানির পর
তারপর জানলা খুলে দিল
অ্যালজাইমায় কেঁপে ওঠা পর্দায় প্রাণ সঞ্চার হোলো
উত্তুরে বাতাসে
সময় দাঁড়িয়ে থাকে? নাকি থেমে যায়!
সন্দিগ্ধ পড়শি চোখ
লাটাই বালক
রক্ষিতার জন্মক্ষণে মঙ্গলাচরণ!
সে সব অতীত!
বিন্ধ্য অবসরের বিকেলে
হঠাৎ হারিয়ে যাওয়া পুরনো ডাইরির পাতায়
মিতালী ও সঙ্ঘ বিষয়ক কিছু আত্মকথা
বার্রনলের মত ক্ষত'য় প্রলেপ
শ্লীলতাহানির পর সেই দরজাটা
বন্ধই থেকে গেছে আজ পর্যন্ত!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন