বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

সুবল দত্ত-র কবিতা

ডেথ বেডে স্বপ্ন

নদীতীরে গন্ধরাজ লেবু পাতার উপর স্বপ্নে অযোনিজ জন্ম হল আমার
কিন্তু আমার দেহ জীবন সংকট
ও ধরতে পারল না টুপ করে ঝরে পড়ল
আমি ভাসমান যেমন বহমান আমি
তত ঘন হয়ে ওঠে নদী তত দুপাশাড়ি কূল জানান দেয় প্রকৃতি অমৃত গতিমান
ও আমার স্বপ্নিল দেহ
গন্তব্য জানোনা? জীবনে কি লাশে?
আধার কি আধারহীন আলোর চাহিদা নেই
নতুন নতুন কষ্টের অভ্যাস
শরীরের কাটা ছেঁড়ার মর্মবেদনা

এই যন্ত্রণা অভ্যাস কিন্ত মৃত্যু নয়
জীবনের প্রত্যাগমন
দেখ আমি প্রকৃতি খোলে যৌনপ্রাণী বিচ্যুত
মোহনাগামী আসমুদ্রে মিলে যাবো
ঊর্ধ্বে মহা জগৎ আমি এক
জলজ পৃথিবী জরা ব্যাধি মৃত্যুহরা
'বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা'

ও শরীর জীবনে ফিরলে ফের কারো
নোংরা চিন্তাময় শ্বাস তোমার প্রাণবায়ুতে
করুণা ভিক্ষার বাটিতে তুচ্ছতা মুদ্রার শব্দ
আরো উপভোগ?
টিভিতে গোগ্রাসে গিলবে রেপকেস মার্ডার
নোংরা পলিটিক্স?
কিংবা গুনবে প্রকৃতির উচ্ছিষ্ট সময়
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন