এই যে রিমঝিম
মাথার ভেতর
এক দিন
করছে
বিন্দু থেকে বিন্দু
স্থির
একটা উপবৃত্তাকার স্বপ্ন
দুদিক থেকে টানছে
ওভারল্যাপ
পজিটিভ একটা স্বাদের মতো
ভুল বানানে
ঘুরতে ঘুরতে
জিভে
জড়ালো কি জড়ালো না
খালি খালি
যে পরীক্ষাগার ভরে উঠলো...
খুব ভালো। কবিতায় অংকের সংযোজন আরো ভালো।
অনেক ধন্যবাদ আপনাকে --- নীলাব্জ
খুব ভালোলাগা।আর নিত্য নতুন তোমার প্রয়োগ! আহা ___
ভালবাসা রাহুল...
খুব ভালো। কবিতায় অংকের সংযোজন আরো ভালো।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ আপনাকে --- নীলাব্জ
মুছুনখুব ভালোলাগা।আর নিত্য নতুন তোমার প্রয়োগ! আহা ___
উত্তরমুছুনভালবাসা রাহুল...
মুছুন