বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

একটা উপবৃত্তাকার স্বপ্ন

এই যে রিমঝিম

মাথার ভেতর

এক দিন

করছে

বিন্দু থেকে বিন্দু

স্থির

একটা উপবৃত্তাকার স্বপ্ন

দুদিক থেকে টানছে

ওভারল্যাপ

পজিটিভ একটা স্বাদের মতো

ভুল বানানে

ঘুরতে ঘুরতে

জিভে

জড়ালো কি জড়ালো না

খালি খালি

যে পরীক্ষাগার ভরে উঠলো...

 

৪টি মন্তব্য: