বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

আবদুস সালাম-এর কবিতা

যুদ্ধ

প্রাগৈতিহাসিক সন্ধ্যায় মেঘ জমেছিল ইতিহাসের  পাতায়
নেতায় নেতায় যুদ্ধ নেমে ছিল  পাড়ায়
অমরত্বের পাগড়ি বেঁধে হুংকার ছাড়ছিল ভোরকথা

পড়শীরদল তটস্থ চোখে দেখছিল অস্ত্রের ঝনঝনানি
নিরাপত্তা হীনতায় ভুগছিলো অন্তরীন নারী
সদর ফটকে  বিউগল বেজে উঠলে
সতীনারীর দল  গুনতে লাগলো শেষ প্রহরের নামতা

মৃতমাঠে খুঁজে পেলাম ইতিহাস এর ফসিল
পেলাম পরাজিত জীবনের কৌতূহলী সংবিধান আর পাথরে আঁকা ধূসর নারীর অবাঞ্ছিত চিহ্ন

বিধ্বস্ত জনপদ

জনপদে ডানা মেলেছিল ইতিহাসের মেঘ
অশ্রুর প্লাবনে সান্ধ্য মেঘেরা এঁকে দিচ্ছিল যতিচিহ্নের আলপনা

 

1 টি মন্তব্য: