অনুভূতির দরজায় মৃত্যু এসে দাঁড়ায়
অসহ্য বিশ্বাসে পাড়া হুলুস্থুল
ভ্রান্ত আসকারায় মেতে ওঠে মনিষীদের ছদ্মধাম
সারা দিন যুদ্ধ যুদ্ধ মহড়া
যন্ত্রণার সুপ খেয়ে বেঁচে আছি
অন্ধকারের বাজনা বাজছে তারস্বরে
পৃথিবীর লজ্জা ঢেকে দিচ্ছে বেনামী মৃত্যু
দিনের আলোয় লিখে রাখছে সব হাহাকার
প্রাচীন সাম্রাজ্য ঘিরে মৃত্যুরা মিছিলে মত্ত
ফাঁকা ঘরে বাজে শূন্যের স্বর
বিকেলের ধান ক্ষেতে পড়ে আছে পরাজয়
মৃত্যুর পাগলামীতে পুষ্ট হয় সংখ্যা গরিষ্ঠ সভ্যতা
রঙিন ক্যানভাসের এই সংখ্যার প্রতিটি লেখায় মননশীল।। সুন্দর সংখ্যা উপহার দেওয়ার জন্য সম্পাদক মহাশয়াকে ধন্যবাদ জানাই।
উত্তরমুছুন