শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

নূর মহম্মদ-এর কবিতা

এ আমার শীর্ষ প্রলাপ

বোঝাতে চেয়েছি মনুষ্যত্বের কথা বিশুদ্ধ জনে জনে

করুন পালন করুন নির্মাণ আত্মজীবনে

হতে থাকুন শ্রেষ্ঠ রচয়িতা জীবনের উল্লেখ্য

মিথ্যা যাপন নয় একদিনও

পৃথিবীর উপর সুদৃশ্য

দেখাতে থাকুন সুন্দর মনের রয়েছেন অধিকারী

বলতে চেয়েছি আমার শীর্ষ প্রলাপ দিয়ে প্রতিক্ষণ

হতেই হবে মানুষ একজন উজ্জ্বল মানবিক মহাপ্রাণ

না করে নষ্ট প্রহর মূল্যবান কাটিয়ে নির্জনে

জনতার পাশে থেকেও হতে হবে শরীক স্বার্থহীন

কোন প্রাপ্তির আশায় নয় যেতে হবে আত্মত্যাগেই

বোঝাতে চেয়েছি জন্ম যেন যায় না বৃথায়

সৃষ্টি করে যেতে হয় নিজেকে করে নিজকর্মেই

কদর্য জীবনের টানে হারিয়ে যেতে নেই শূন্যতায় দূরে।।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন