শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

সমরেন্দ্র বিশ্বাস-এর কবিতা

দীর্ঘশ্বাসগুলো এখন


দু হাতের মুঠোয়

দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে ওঠে,

বুঝতে পারি না বিকেল না রাত্রি!

বোবা আকাশে ধাক্কা খেয়ে

সংরক্ষিত রিংটোনগুলো ফিরে আসে বিধ্বস্ত ফতুয়ায়,

সংক্রামিত ঘড়িগুলোতে

ফুরিয়ে যাওয়া ঘন্টার শোকার্ত নিঃশ্বাস!

এমনি ভাবেই প্রায় প্রত্যেকটা দিন

জাগুয়ারের মতো তেড়ে তেড়ে আসে,

বিষণ্ন হাওয়ারা অহরহ অন্ধকার জানালার ফাঁকে

গুঁজে দিয়ে যায় অ্যাম্বুলেন্সদের শোকসংবাদ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন