স্বপ্নের বারান্দায় রোজ খুন হয়ে থাকি
বেলা গড়িয়ে বিকেল হয়
লাটাই এর সূতো আসে কমে
মৃত্যুর দুয়ারে ফেলে আসা ঐতিহ্যের নির্মাণ কৌশল খুঁজে পায় সুরেলা বাতাস
রাতের প্রশ্রয়ে জমে আছে কাদা মাখা স্বপ্ন
অশ্রু আর বেদনা ধুয়ে দেয় কলঙ্ক
পিচ্ছিল হয় পথ
মানবতা ভিজে যায় ধর্মের করুণ জলে
মগ্ন চৈতন্যের দীঘিতে স্নান করে বলি (আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে)
কাঙালী পৃথিবীর মনে ভাসে দুর্বার আকাঙ্ক্ষা
যদিও হাওয়ায় ভেসে চলেছে কষ্ট কথা
দেহ খুলে উড়িয়ে দিয়েছো মানবতার ঘ্রাণ
তাই তো তোমারই পূজা করি কায়মনে
শুভেচ্ছা ও অভিনন্দন
উত্তরমুছুন