মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

মণিমালা চ্যাটার্জী-র কবিতা

একলা আকাশ


মেঘলা বাতাস একলা আকাশ সজল ধূসর দৃষ্টি

তোমার চোখের রঙিন সোহাগ বাউল মনের বৃষ্টি

মনের আগল খুলে আঁচল উড়ছে উদার হাওয়ায়

লাগলো প্রাণে উছল কাঁপন জীবন তরী বাওয়ায়,

ঝরঝর জলে পাতায় মাতন ভেজা আকাশে রোদ্দুর

জীবন খাতায় তোমার ছবি চোখের আলো যতদূর

একলা জীবন নয় কি অকারণ বন্ধ দুয়ার খুলে যাক্

ছায়ার মায়ায় ঝাপসা আয়না মনের জানলা ভুলে যাক্

যায় ভেসে যায় সব অসার যাপন জীবন যে চায় সঙ্গী

তোমায় নিয়েই কাটুক্ জীবন বলছে চোখের ভঙ্গি

একাকী জীবন শুকনো কঠোর শূন্য আকুল ভরসা

তোমার সাথেই নতুন জীবন একলা আকাশে বর্ষা।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন