অন্য কথা
আহ্বান করি বিবেক কে
খুব ঘুম হলো এবার জাগো
ভাঙাচোরা সম্পর্কগুলো
মেরামত করে নাও
বড্ড একা হয়ে পড়ছি দিন দিন
মৃত বিবেকের ঘরে আমাদের ঘর
উৎসবের নির্বীজ অন্ধকার প্রবাহিত হয় ক্ষয়াটে সময়ের হাত ধরে
প্রয়োজন আছে বলে গলা ফাটায়
খাঁয় খাঁয়
সব তৃষ্ণার্ত
বালিয়াড়ি
দেশ জুড়ে প্রতারকের সংসার
একটা নতুন দিনের চিকচিক আশা
নতুন বাঁশি নতুন সুরে বাজলেও
বিশ্বাস উড়ে যায় মেঘ হয়ে
দলেদলে চাতকেরা তৃষ্ণার্ত ঠোঁটে তাকিয়ে আছে
এক্ষুনি বর্ষা নামবে দেখে নিও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন