স্মৃতিচিহ্ন ও মায়ামেঘ
কুয়াশা শব্দ করছে, টুকটাক কথা বলে চাঁদ
রাতের ঘুমন্ত পাখি
শুয়েছে স্বপ্নের ছাঁদ
শেষ রাতের তারারা বলে আয়, গাঢ়তা মাখি।
আমি কান খাড়া করি, রহস্য গভীরতা দেখছে
ভোরের কুয়াশাস্নান
মগ্নতার খুব কাছে
শীতলতা অবগাহ ডাকে, দেখি মুখের অম্লান।
এই সব স্মৃতিচিহ্ন, প্রাকৃতিক পথ ধরে হাঁটে
ধূসর বেলার শেষে
পুনরায় পথ কাটে
দিন মরে রাত্রি জাগে মায়ামেঘ ছোটে পরিশেষে।
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই 🙏
উত্তরমুছুন