শনিবার, ১ জানুয়ারী, ২০২২

রোশনি ইসলাম-এর কবিতা


টুকরো খবর

স্বাগত নতুন সকাল

মাটি আকাশ ছুঁতে চায়

দিগন্তরেখায় টুকরো টুকরো মেঘ

পাখিদের ডানায় স্বপ্ন ঝরছে

খবরের কাগজে টুকরো খবর

২টি মন্তব্য: