শনিবার, ১ জানুয়ারী, ২০২২

সোনালি বেগম-এর কবিতা


জলোচ্ছাস

প্রত্যেকটি অনুভূতিই রঙিন হয়ে ওঠে।

ছিটকে পড়ে রং –––

শৃঙ্খল জলোচ্ছাস মেপে মেপে

নীল ওড়না হয়ে উড়ে যায় মেঘ

জনতার ভারে উৎসব প্রশান্তি ঝরে।

বাইনোকুলার প্রত্যক্ষ মুহূর্ত

                             ভাসে দু-কুল

বর্তমান প্রেক্ষাপট জড়িয়ে

               জেগে ওঠে ঐতিহ্য সংস্কার শুভবোধ

1 টি মন্তব্য: