শনিবার, ১ জানুয়ারী, ২০২২

নীলাদ্রি দেব-এর কবিতা

রবারবাগানে, শীতে

প্রতিটি শীতের শরীরেই

কোনও রবার বাগানের স্পর্শ থাকে

দূর ক্রমে দূরে সরে যায়

কুয়াশায় লেখা ছেলেবেলা

আর শীতশব্দের পাশে উঁবু

আগুনের দিকে নুয়ে যাওয়া আমাদের সহজাত

আর বাগানে, গাছের শরীরে ক্রমিক সংখ্যা

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন