শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

অম্লান রায় চৌধুরী-র কবিতা


 ভুল করে চাওয়া

জন্মান্ধ আমি, বহুবার খুঁজেছি, সেই

চাওয়া অজানা আস্তানাটি ।

এক সময় রাত ঘোর মুছে যায় ---

কিছু অপূর্ব ভোরকে যাপন করতে

ইচ্ছা হয় ----

তাও ভালো লাগেনি, ঘোর কাটেনি,

কাছে গিয়ে দেখেছি যখন, অজানা

অজানাতেই আটকে রইল,

চাওয়া – কারণটা- প্রশ্ন তুলল,

আমি -  ঠিক চাইলাম কিনা!

 

তাই আমার রাত ঘোর মোটেই মেটেনা,

বসে থাকি নতুন রাতের আশায়

সেটাও আসেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন