মৃত্যু শোকের গান
বরফশীতল বাতাসের মতোই ছুটে আসি
তোমার চোখের জল মোছাতে,
মৃত্যু শোকের গান
সেতারে গিটারে
পাঁজরে উতলে ওঠে
চিরপ্রবাহী দুঃখের নদী,
তোমার মুখের দিকে তাকাতে পারিনা
বর্ণহীন কবিতা গুলি ছিঁড়ে ছিঁড়ে
উড়ে যায় অসীম মহাশূন্যতার দিকে
একটি দাঁড়কাক
তুমি এবং আমি
বসে থাকি চাতালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন