শবসাধনা
নিজের ভেতরে ভৈরবী আর মালকোষ
আগলে রেখেছো শিবরঞ্জনী ঝঞ্ঝা
উঠে এলো যত কড়ি ও কমলে সব দোষ
তোমার সঙ্গে মিল দিতে তবু মন যায়
তোমার সঙ্গে মিল দিতে তবু মন চায়
রাগ জীবনের সব চেয়ে বেশি জরুরি
আঘাতে আঘাতে রৌদ্রপাতের মহিমা
পারাপারহীন ভেসে থাকে জিন পরী
শুদ্ধ নি এর সঙ্গে মিশেছে কড়ি মা
এমন ই তো হয় শেকড় ছড়ায় মাটিতে
এমন ই তো হল তোমার আমার জীবনে
কত সহজেই দেয়া নেওয়া সারা
স্বপ্নের মায়া তছনছ সম্পর্কের হননে
পাথর তবে কি গড়িয়ে গেছিল জলে
শাখা নেই তবু আঁকড়ে ধরেছি পল্লব
ধ্রুপদ ধামারে এমন কথায় বলে
প্রতি মুহূর্তে খুঁড়ে খুঁড়ে দেখি সেই শব ...
আজ প্রতি মুহূর্তে খুঁড়ে খুঁড়ে দেখি সেই শব.......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন