মেঘরাগ
রাগ উঠেছে ভীষণ রকম
তায় বাড়ি ছেড়ে দুচোখ যায়
যেতে যেতে রাগ সব শুষে নিলো
মরুর বুকে
তপ্ত বালির উষ্ণতা হয়ে ফিরে এলো
ধন্য রাগের বহিঃপ্রকাশ!
তাইতো বলি ও মেঘ তোর কিসের এত রাগ!
ইশ!তোর রাগ যদি চেরাপুঞ্জিতে যেতো
একবুক শীতলতা পেতাম
আর গলা ছেড়ে সবাই গাইতো--
মেঘমল্লার কবেকার হয়েছে আজ ফিকে
মেঘরাগ আসুক জমাটি আড্ডা হয়ে নীল আষাঢ়ের বুকে।
ভদকা সেবনে
খাঁ খাঁ দুপুরে বা মেরুর লনে
অবসাদ খুঁজে ককটেলের গল্প।
পথে প্রান্তরে
অনুভূতির দীপন আলো জ্বলে উঠে
নিষেধাজ্ঞার ছুরি ভোঁতা হয়
বিচরণ
হলুদ তৃণভূমিতে
দৈনন্দিনতা
তিলে তিলে পরিণত করে
কফিন কাফনের মোড়ক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন