প্লট
গল্পের প্লট বদলে যায়
মানুষগুলো একই থাকে
ভালোবাসা আঁকা রুমাল
খসে পড়ে বুক পকেট থেকে।
সময় ডাকছে
বুক বেয়ে নেমে যাচ্ছে জলপ্রপাত
মানচিত্রের ভেতরে রক্তনদী
মাথার ওপরে মিথ্যে আকাশটি
ভুলুন্ঠিত হবে একদিন
সময় তোমাকে ডাকছে।
আলো
যে জোছনা জলে সাঁতার কাটো
নিভে যাবে আলো
দরদালানে মুষড়ে ওঠে একটি পাখি
বিঘ্নিত ঠোঁটের রসায়ন থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন