মাটি
এখনও সময় হয়নি বলার
মাছেদের খেলা দেখছি স্রোতে
পাতার ঈষদউষ্ণ চেয়ে থাকা
সংকেত জড়ো হচ্ছে মনস্ক
সময়ের ঠিক আগে বলে দেওয়া যাবে
কী কী বলার ছিলো, আচমকা
শোনারও যদি প্রস্তুতি দরকার
তবে বলি, দখলদারি শর্তহীন
মাটি যখন নিজস্ব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন