আগামী
অবসাদের পাড়া থেকে ঘুরে এসে
চুম্বন পুঁতে রেখেছি।
একদিন চারা হবে
ফুলে ফলে ভরে যাবে ডালপালা
পাখিরা গজল গাইবে। ফুলটুনি পিসি
বাছুর খুঁজতে এসে মুগ্ধ চোখ ভালো আছো!
তালুতে এত সংকেত সঙ্গত করে যায়
পাড়া থেকে পাড়া। গলি থেকে গলি
কোথায় খুঁজবো তাকে
ভয় হয়
ও মাধবী ভয় হয়
কপালে চন্দন বাটা যদি শুকিয়ে যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন