নিঃসঙ্গ আকাশ
যদি তুমি গোপনে আমাকে দেখে থাকো একাকী
তাহলে জেনে রেখো
নিঃশব্দে হারিয়ে যাওয়া এই আমি
অনুভব করি তোমার নিঃশ্বাস
আত্মার অন্ধকার রাস্তাগুলো
তোমার চোখে ভেসে বেড়ায় আজকাল
হে প্রভু
তোমার সূর্যের আলোয়
আমার হৃদয় আলোকিত করো
জিকিরের ধ্বনিতে জপি তোমার নাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন