শোনো আজ তুমি, তুমি ও তোমরা মিলে কালোবাড়ির সামনে বসে সুজাতার স্কেচ করবে।
কেউ তখন বুদ্ধের দিকে তাকাবে না
শুধু স্কেচ
ঘাসের ওপর দিয়ে বয়ে যাবে বাতাস, হেঁটে বেড়াবে কালো পিঁপড়ে, ঘাসের ডগায় তোমাদের ছায়া।
সুজাতার স্কেচ শেষ হলে সামান্য জল খেয়ে বুদ্ধের দিকে তাকাবে
কপালে শান্ত ঘাম
প্রার্থনা করে বলবে : চোখ খুলুন জ্যোৎস্নাপুরুষ।
আঁকার প্যাডের সুজাতা চিনতে পারছে না বুদ্ধকে
তোমরা এখনোও কেউ চিনতে পারোনি বুদ্ধের মরু ও মেরু!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন