মনখারাপ করে কোনো লাভ নেই
ইয়ার, দোস্ত শান্তি খুঁজতে খুঁজতে
এ কোন শান্তিকল্যাণ?
আমরা কেউ বেঁচে নেই
রক্ত মাংসহীন শব,ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঘাটে
বোমা গুলি খুন ,মনখারাপের কোনো জায়গা নেই
তুমি বাঁচলে বাপের নাম
এতো পুরনো কথা সারভাইভ্যাল অফ দ্যা ফিটেস্ট
তুমি দাঁড়িয়ে আছো তবু নির্জন স্টেশনে
শান্তির পৃথিবী দেখবে বলে
সেই কবে থেকে একটা যৌথখামার
মানুষ মানুষের পিঠে হাত রেখে বলবে
চালাও পানসি বেলঘরিয়া ...
ইয়ার, দোস্ত শান্তি খুঁজতে খুঁজতে
এ কোন শান্তিকল্যাণ?
আমরা কেউ বেঁচে নেই
রক্ত মাংসহীন শব,ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঘাটে
বোমা গুলি খুন ,মনখারাপের কোনো জায়গা নেই
তুমি বাঁচলে বাপের নাম
এতো পুরনো কথা সারভাইভ্যাল অফ দ্যা ফিটেস্ট
তুমি দাঁড়িয়ে আছো তবু নির্জন স্টেশনে
শান্তির পৃথিবী দেখবে বলে
সেই কবে থেকে একটা যৌথখামার
মানুষ মানুষের পিঠে হাত রেখে বলবে
চালাও পানসি বেলঘরিয়া ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন