সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নূর মহম্মদ-এর কবিতা

গার্হস্থ্য জীবন

কঠিন কঠিনতম ঘূর্ণিপাকেই চলে প্রহরগুলি
 কেউ কেউ ঠিকঠাক করে মোকাবিলা তার
কেউ কেউ নাস্তানাবুদ হিমসিম খেয়ে বেসামাল
বুঝতে পারে না সঙ্কটমোচন  হবে কিভাবে 
প্রচন্ড বেগে আসে ঝড় উথালপাথাল করা
সামলাতে হয় সব সুকৌশলী হয়েই
চাওয়া পাওয়ারও হিসেব চলে সর্বক্ষণ ভীষণ
দেয়া নেয়ার খেলাও হয়  যে কত শত
গার্হস্থ্য জীবন এক জটিল ধাঁধায় ভরা
জানে যারা উত্তর দিতে হয় তারা সুখী অনন্ত
যারা পারে না হয়ে যায় ব্যর্থ  সীমাহীন
সফল জীবন তাদের হয় না কোনদিন 
এ এক কঠিন যাত্রাপথ উভয়সঙ্কটের
সব বিপক্ষতা নষ্ট করে হতে হয় জয়ী
কবিরও গার্হস্থ্য জীবন বড়ই দুঃখের দুশ্চিন্তার
পারে না করতে সে  পালন সুন্দর সবকিছু সঠিক।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন