শনিবার, ১ অক্টোবর, ২০২২

দেবাশীষ মুখোপাধ্যায়-এর কবিতা

বুকের ধারায় বৃষ্টি নামে

বৃষ্টির সে পথে আজকাল আর যাওয়া হয় না

ভেজা চুপচুপে ভালোবাসা আর সারা গায়ে মাখা হয় না

মাটির গন্ধ মাখা পথ আর ডাকে না আমায়

নিরালা বিকেল তাই একাকী আকাশ দেখা

প্লেনটা রোজ এই সময় উড়ে যায়

মেঘের মধ্যে দিয়ে কেমন সহজ চলাচল 

ইচ্ছা করে একদিন মেঘ হয়ে এই প্লেনটাকে ছোঁব

ঝরে পড়বো বৃষ্টি হয়ে ওর গায়

বারান্দায় বসলে গাছের ভেজা দেখি

ওরা মজায় ভেজে সকাল বিকেল

পাতা থেকে টুপটুপ করে জল ঝরে পড়লে

হাত বাড়িয়ে কুড়িয়ে নিই ফোঁটাগুলো

সারা শরীরে একটা স্পর্শ খেলে যায়

বুকের গহীনে কেমন এক দোলা 

ভালোলাগারা তখন ভর করে আমার সন্ধ্যায়

 

অনেক দিন বৃষ্টির পাশে বসা হয়নি চুপকথায়

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন