কোমলসন্ধ্যার কোলাজ
এত শব্দ বলা হয় তবু যেন সঠিক শব্দের কোনো হদিস মেলে না
পাখি শব্দ ভুল করে মাঘের নিশীথে কোনো কোকিল ডাকে না আর
নারীও শব্দ পেলে সঞ্চয় করার কথা ভুলে যায়
জমা হয় তাকের ওপর ধুলো আসবাবের বয়স বাড়ে
লেটারবক্স তালাখোলা পড়ে থাকে দীর্ঘকাল
এত দীর্ঘ সময়ের ফাঁকে মানুষের মৃত্যু হয়
পাঁচ শতাব্দী পার করে এখনও ফলপ্রসূ যজ্ঞডুমুর
বড়দুর্গা মন্দিরের পাশটিতে খাড়া থাকে আব্দারহীন
আদিনদী চলে গেছে নিদ্রিতের দেশে
দীর্ঘ মানুষেরা কিছু বেশি মূক হয়
আমাদের ধুলোর বিকেলে অকস্মাৎ মেঘের ভেতর থেকে
পুরোনো আড্ডার গন্ধে চা'পাতার ভিজে ওঠা দেখি
ফলফসলের দেশে এসে কাদা ও জলের গন্ধ মেনে নেয় না নাসারন্ধ্র
ভ্যানরিক্সায় বসে ইটপাতা পথ দিয়ে গন্তব্যের দিকে চলে যাই
কোমলসন্ধ্যার কোলাজ ভুরুর ওপর দিয়ে হেঁটে যেতে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন