অপরাধ
তুমি
করোনি
তেমন
কিছু
সুপুরুষ
দেখে
এসেছিল
মুগ্ধতা
লাভ
লোকসান
হিসেববিহীনা
ঋজু
প্রকাশ
করেছ
আর্তি
ও
ব্যাকুলতা।
জানতে না তুমি বংশের গতিবিধি,
বিবাহিত? তাতে ক্ষতি ছিল কী এমন?
বহুবিবাহের প্রচলিত ছিল রীতি,
কুমারী হৃদয় করেছ সমর্পণ।
কোন
যুক্তিতে
নাক
কাটে
লক্ষ্মণ?
সুপ্ত
ইচ্ছে
ছিল
কি
তোমাকে
ঘিরে?
উপেক্ষা
দিলে
তুমি,
রাবণের
বোন,
তাই
কি
বজ্র
নেমেছে
তোমার
শিরে?
শূর্পণখা রে, উপজাতিদের মেয়ে,
কাব্য মাখালো তোকে কলঙ্ক মসি,
উচ্চবর্ণ কুটিল তোমার চেয়ে
কাব্যকার তা চেপে গেছে, রাক্ষসী।
বাহ! অনবদ্য লেখা
উত্তরমুছুন