শনিবার, ১ অক্টোবর, ২০২২

বিদিশা সরকার-এর কবিতা

তর্কে বহুদূর 


এমন তাচ্ছিল্য করে প্রেম হয় নাকি 

এমন গোয়ালা ভোরে 

পর্দা সরিয়ে দিয়ে 

ফিরে যাওয়া মৌসিনরাম 

ছাতা নেই এমন পুরুষ 

কীভাবে পালিয়ে যায় 

বৃষ্টি সাড়া দিতে 

 

কলপাড়ে টাইমের জল 

কুলকুচি 

বিগত রাতের ছত্রাক 

এমন তাচ্ছিল্য সব 

তাবিজ কবজ খোয়া গেল 

সস্ত্রীক বেড়াতে গেল মেঘ-অদিতির বাড়ি 

 

যা রটে তার কিছু সত্যি তর্কে বহুদূর 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন