কোলাহলে ডুবে যাই
আজ আমাদের মধ্যে
উপস্থিত হয়েছেন পর্জন্য রায়
যিনি কত যত্নে কত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন
এবার সামান্য সময় পেয়েছেন তাই তিনি এখন
তাঁর অনুভূতির স্তরের কিছু কথা
নিবেদন করবেন:
অন্যদিকে, আমরা বেশির ভাগ সময়েই
অন্যের কথা শুনিনা, শুধু
কোলাহলে ডুবে যাই
ভান করি ––– যেন আরো
গুরুত্বপূর্ণ কর্মে জমে আছি।
বোঁটা থেকে খসে পড়া ফুলের মত
নিজেদের বিচ্ছিন্ন রাখি
অথচ দেখাই মর্মলোকের স্পর্শের মত নিবিড়তা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন