শনিবার, ১ অক্টোবর, ২০২২

লক্ষ্মীকান্ত মণ্ডল-এর কবিতা

ত্বকে তখন ফোঁটা ফোঁটা শ্রমের নোটেশন

তারাও মাটিতে দাঁড়িয়ে বৃষ্টিপাত দেখছে আর সবুজ হয়ে যাচ্ছে 

খয়েরি রঙের দুপুর, বিকলাঙ্গ পাখিটিও উড়ছে নিঃস্ব শিমুলের উপর – 

শীত শীত অভ্যাসে ত্বকে তখন ফোঁটা ফোঁটা শ্রমের নোটেশন – 

অসমাপিকায় বিনীত হতে হতে জলে ভিজিয়ে নিচ্ছে লবণাক্ত ব্রহ্মতালু

ব্যর্থদিনের গরলপাত্রে অপেক্ষা করে লাইভ বীজতলার অলংকরণ

 

আমি কি সেই জন্মগত প্রিয়তম, নিজেকে সেঁকে নিতে নিতে 

চিরায়ত আগাছার বেগুনি ফুল দেখি

 

অতএব ফোকাসহীন স্বাদকোরক ঝাপসা হয়ে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন