খোলা জানালা
মাঘের তীব্র শীতে কেউ যেন
পাতা গুঁড়িয়ে উড়িয়ে দিল।
কত সন্ধ্যা গেল একা
কুয়াশা ঘেরা পথে,
আমি তবু রইলাম দাঁড়িয়ে
বাঁকা গলির মোড়ে;
আর ঠিক এভাবে বসন্ত কে গুঁড়িয়ে
কত শীত এলো চলে,
কত পাতা গেল জ্বলে
ভিজিয়ে রাতের বালিশ;
হয়তো আসবে তুমি ভাঙা ওই জানালার ধারে
আমিও হয়তো যাবো খোলা ওই জানালার পাশে;
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন