শনিবার, ১ অক্টোবর, ২০২২

তৈমুর খান-এর কবিতা

শিল্পী

  

 উপমা চুল খুলে এলে

 আমি ওর প্রেমে পড়ি,

 এই বসন্ত বাতাসে

 উড়ুক উড়ুক

          চুল তার

            উড়ে যাক অপার্থিব শাড়ি!



 শব্দের ঠোঁটে গান লেগে আছে

 ব্যঞ্জনার তবে কেন মাধুকরী?

  ছন্দ দোলাক মাজা

          উপলব্ধির আছে তীব্র তরবারি।



 এবার সঙ্গম হোক

 লীলাক্ষেত্রে বাজুক 

                 কাল্পনিক বাঁশি

   সম্মোহনের ভাষা হারিয়ে গেলে

  কাছে এসে ইঙ্গিতে বলুক: 

                      ভালোবাসি!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন