সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

দেবাশীষ মুখোপাধ্যায়-এর কবিতা

সমুদ্র ভাঙ্গে বুকের ভেতর

চেয়ারে বসে আছি মুখোমুখি ,সমুদ্র ও আমি!
' ধাঁই কিরি কিরি', ' মদোনমোহন ' ডাক কানে আসে।
চোখ চেয়ে দেখি সমুদ্রের রাগ....
অভিমানী প্রিয়ার মতো ঝাঁপিয়ে বালির বুক চিরে দিতে চায়।

এতো রাগ!
এতো অভিমান রোজ রোজ!
প্রতি মূহুর্তে গর্জে ওঠা;
ভাঙ্গার নেশায়!

তোমাকে মনে পড়ে...
শেষের দিকে এভাবেই ভাঙ্গতে সারা বাড়ি।
অভিমানী যাপন ছিল প্রতিদিন।
তোমারও দয়িতের সাথে মিলনের আকাঙ্খায় আঁকা ছিল সারা শরীর!

আজ আর বাড়িতে চিৎকার গর্জন নেই।
তুমি এক সকালে চলে গেছো সব অভিমান ফেলে রেখে।
নতুন সুখের ঠিকানায় আজ সুখ পাও তো?
নাকি সেখানেও সমুদ্রের মতো সারাক্ষণ.......

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন