সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

আশরাফুল মণ্ডল-এর কবিতা

রোদস্নান

মন খারাপ হয় না আর

এতদিনে জেনে গেছে অনেকেই
আমি দুয়োরানির ধিকি ধিকি আঁচে বসানো
ভাতের হাঁড়ি মাত্র
টগবগ করে ফোটার সাধ্যি নেই
কাঠ খড় যোগাড় করতেই নাভিশ্বাস

অন্ধকার আমার ভবিতব্য
তবুও জানো রোজ রাতে স্বপ্নে দেখি
একমুঠো রোদ আমাকে ভিজিয়ে দেয়
রোদস্নান আমার আশ্রয় ও প্রশ্রয়

হে আদিম রোদ ভরে দাও আমার ফুসফুস
গ্রহণ করো আমার সকল অনিচ্ছা কসুর
ধিকি ধিকি আঁচেই উবে যাক
আমার যা কিছু.....

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন