সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গোবিন্দ মোদক-এর কবিতা

মায়ের আগমনবার্তা

অতঃপর বিদায় নিলো বর্ষাতি পরা বাদল মেঘের দল 

আর মোহিনী একটা আলো ছড়িয়ে পড়লো মহাকাশ জুড়ে 

নীল সামিয়ানার মতো পেঁজা মেঘের দল সেই নীলাকাশে 

সবিশ্রাম ভাসলো … ভাসতে থাকলো …

লোভাতুর কিছু মুহূর্ত পার হতেই 

নদীর ধারে চামর দোলাতে থাকল সাদা কাশের দল 

বাতাসে দুন্দুভি বাজালো আগমনী গান 

যোগ্য সঙ্গত করলো খালে-বিলে ফুটে ওঠা শাপলা-শালুক 

আর মোহিনী ঘাগরা পরে নাচলো লক্ষ শিউলিফুল 

পৃথিবীর আদিমতম স্তোত্র উচ্চারণ করলো পদ্মকুঁড়ি 

তখন শারদ দিবাকর উদ্ভাসিত হয়ে পাঠালেন মাভৈঃ বার্তা 

অমনি দিকে দিকে উঠলো সাজো-সাজো রব

জবা টগর স্থলপদ্মের দল প্রকৃতিকে সাজালো

প্রকৃতি সাজালো মনের আঙ্গিনাকে 

আর নীল আকাশে একাকী এক নীলকন্ঠ পাখি

উড়াল দিয়ে ঘোষণা করলো মহামায়ার আগমন বার্তা 

অমনি মৃৎশিল্পী সচকিত হলো 

ঢাকি জাগলো, কাঁসি বাজলো 

আর ঘাসের বুকে শারদ শিশিরে পা রেখে

এলেন জগন্ময়ী-মাতা।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন