সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বরুণ চক্রবর্তী-র কবিতা

যে এই সময়ের গান

যা ধুয়ে আয় শুদ্ধ জলে কাদায় মাখা হাত
পাতবো সবাই পাত
আসবে গরম ভাত
ভরলো উদর যেই তারপরেই উৎখাত

পাত্র ভরা জল দেদার খাচ্ছে ঘূর্ণিপাক
সেই আকারেই থাক্
শুনছি কীসের ডাক
বিরক্তিতে ভীষণ 'য়ে ডাকছে অনেক কাক

যাচ্ছে চলে সময় স্মৃতি হচ্ছে ক্রমে গত
মৃত লোকের মতো
উঁচু মাথা নত
মাথার উপর সূর্য জ্বলে ছড়ায় আলো কত

বৃষ্টি পড়ে টাপুর টুপুর ছোট্ট ছেলে মেয়ে
আকাশ মুখী চেয়ে
যাচ্ছে শুধু নেয়ে
মুক্তি মাতাল সুরে সুরে উঠছে যে গান গেয়ে


 

1 টি মন্তব্য:

  1. বেশ ভালো লাগলো ,,,
    আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি ্্্

    উত্তরমুছুন