সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বিমান কুমার মৈত্র-এর কবিতা

আধ্যাত্মবাদ 

আজকাল মেঘ আর রোদের মধ্যে 
কোন তফাৎ বুঝতে পারি না। 
যেমন বুঝতে পারি না 
বর্ষাকাল আর সোহাগ-শঙ্খ
অথবা পরলোকগমন আর হত্যা

আমাদের সমস্ত অপরাধ-নিরপরাধের বোধগুলি, 
আলো-আঁধারের বোধগুলি 
যখন একে অপরের দিকে ধাবমান 
একটা সম্পূর্ণ ভারসাম্যতার লক্ষ্যে ––– 
যেমনটি চেয়েছিলাম আমরা 

জীবন দর্শনের একদম গোড়ায় গিয়ে 
বস্তু আর অবস্তুর ক্ষয়ে যাওয়া নিষ্ক্রমণের মধ্যে 
কোন দ্বন্দ থাকে না 
বায়বীয় বিতরণের মত
তখন আমাদের অপরাধগুলোর
অজুহাতের বিপক্ষে কিছু বলার থাকে না।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন