সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

বৃক্ষজীবন 

প্রতিটি গাছের গায়ে আমার 
                 শৈশব লেগে আছে।
গুঁড়িতে আছে পূর্বপুরুষের প্রাণ,
কোষের দুর্বার গতি, পাতা থেকে পাতায়
কি অনায়াসে, এক লহমায় পৌছে যায়।

মাটি থেকে উঠে আসা হাত 
আঁকড়ে ধরে আমার গাছজনমকে।
লুকোনো বীজ ছড়িয়ে দেয় 
নরম মাটির ওপরে, পরম সযত্নে।

যেদিকেই তাকাও, তাই আমাকেই দেখতে পাও।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন