সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গোলাম কিবরিয়া পিনু-র কবিতা

সন্তানের পদশব্দ

সিঁড়িতে পায়ের শব্দ শুনে
বুঝতে  পারেন
     তাঁর সন্তানটি আসছে ঘরে

চটিজুতো পরে আসলেও টের পায়
         বুটজুতো পরে আসলেও টের পায়,
তাঁর সন্তান কলিংবেলে হাত রাখার আগেই
মা হৃদপিণ্ডে লাগানো কলিংবেল বেজে ওঠে!

মায়েরা যে ঘরেই থাকুক না কেন?
                সন্তানের জন্য –––
খিড়কিদুয়ার খুলে রাখে
      সিংহদরোজা খুলে রাখে
            সদরদুয়ার খুলে রাখে
ঘরের কপাট বন্ধ করে না কখনো!

সন্তানের পদশব্দ কত অব্দ ধরে যেন চেনা!


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন