পরতে পরতে ভাঁজ আর ভাঁজের পরতে পরতে
মিলে মিশে থাকে হাতের স্পর্শ
রোদের খিলখিল
আর বৃষ্টির ধারাপাতের
পতন গুঞ্জন।
কোন ভাঁজই আমি খুলতে চাই না।
আমি যে রুমাল ব্যবহার করি
এপিঠ ওপিঠে মুখ মুছে রেখে দেই।
নি
ভাঁজ খুললেই অনাদরের কাপড়ের স্তুপ।
ফাঁপা পিচ্ছিল পাহাড়।
ভাঁজের ভেতর গিরিখাদ;
ভাঁজের ভেতর চোখ ঝলসানো বিষ্ময়।
এক ভাঁজের ভেতর বসে থাকে অন্য ভাঁজ
অন্য কেউ সুরে নাচে
সবুজ আলোয়
ঢিল ছোঁড়া দূরত্বে অথচ অন্য কোথাও....
সুন্দর
উত্তরমুছুনসত্যি অসাধারণ
উত্তরমুছুন