বাজুক বাদ্যি বুকের মাঝে
হাজার কষ্ট ধামাচাপা
ক'দিনের হাসি কেনার
তোড়জোড়ে নেই লুকোছাপা
যে ছেলেটা ঘুমিয়ে থাকে ফুটপাতে ওই
বাবুর বাড়ি কাজ করে মা তাথৈ তাথৈ
নতুন জামার জন্য জোগায় টাকাকড়ি
দশ আঙুলেও সামাল সামাল গয়নাবড়ি
যায় যে সময় ভাত জোটাতে
জবজবে ঘাম মোছে হাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন